বাড়ছে না সোনার দাম

ডেস্ক রিপোর্ট : দেশের বাজারে রোববার থেকে স্বর্ণের দাম বাড়ার কথা থাকলেও তা বাড়ছে না। আগের দামই বহাল থাকছে। মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়ে ছয় ঘণ্টা পরই তা স্থগিত করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস।

বড়দিন, জাতীয় সংসদ নির্বাচন ও নববর্ষকে সামনে রেখে দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে বলে জানায় সংগঠনটি। শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার সন্ধ্যা ৬টায় এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। যা রোববার থেকে কার্যকর করার কথা ছিল।

তবে রাত ১২টার পর সিদ্ধান্ত পরিবর্তন করে সংগঠনটি। ব্যবসায়ীরা জানান, বড়দিন, ইংরেজি নববর্ষসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের কারণে অনেক অর্ডার রয়েছে। তাই ক্রেতাদের অনুরোধে চলতি বছর স্বর্ণের দাম না বাড়ানোর বিষয়ে জরুরি সভা ডাকা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ৬ আগস্টের নির্ধারণ করা দামেই বিক্রি হবে স্বর্ণ ও রুপা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!