বিএনপি নেতাদের মুখের ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই: কাদের
ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সবকিছুর ওপর আমাদের নিয়ন্ত্রণ আছে। দেশের সার্বিক পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। কিন্তু বিএনপির নেতাদের মুখের ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই। তাদের যে মুখের ভাষা, মিথ্যাচার অপ্রপচার এর ওপর আমাদের কোনও নিয়ন্ত্রণ নেই।’ বর্তমান বাজার পরিস্থিতিতে দুর্ভিক্ষের আলামত দেখা যাচ্ছে বিএনপির এমন মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন।
শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসের প্রস্তুতি পরিদর্শনকালে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের পর ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের সম্মেলন হবে। এর মাধ্যমেই যুবলীগের ঢাকা মহানগরের দুই শাখায় নতুন নেতৃত্ব আসবে। গতকাল শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসের প্রস্তুতি পরিদর্শন করতে গিয়ে এসব কথা বলেন তিনি।
এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংঘঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চয়ন ইসলাম, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি প্রমুখ উপস্থিত ছিলেন।