বিএনপি নেতার সাত বছর কারাদন্ড

(রাজশাহী) : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করার অপরাধে বিএনপি নেতা আক্তার হোসেনের (৪৫) সাত বছরের সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। একই সাথে কারাদন্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে। আর জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও তিন মাস কারাদ- ভোগ করতে হবে। দ-প্রাপ্ত আক্তার হোসেনের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার রাণীনগর শেরকোল গ্রামে। তিনি শেরকোল ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। সোমবার বেলা ১১টার দিকে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান এ রায় দেন।
এ তথ্য নিশ্চিত করে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, গত ২০১৫ সালের ২ সেপ্টেম্বর রাতে এদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ছবি আক্তার হোসেন তার ফেসবুকে পোস্ট করে আপত্তিকর কথাবার্তা লেখেন।
এ ঘটনায় পরদিন শেরকোল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোখলেসুর রহমান বাদী হয়ে সিংড়া থানায় ২০০৬ সালের তথ্য-প্রযুক্তি আইনের (সংশোধন-২০১৩) ৫৭ ধারায় একটি মামলা করেন। এ ঘটনায় সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) দেবব্রত দাস ২০১৬ সালের ৮ মার্চ আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। এরপর মামলাটির বিচার চলাকালে আদালত ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার এ রায় ঘোষণা করলেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!