বিকাশে দেয়া যাবে পিকআপ ভাড়ার পেমেন্ট
অর্থনীতি: অনলাইন ট্রাক বুকিং প্লাটফর্ম ট্রাকলোডের মাধ্যমে সারাদেশে পন্য পরিবহনে ট্রাক বা পিকআপ ভাড়ার পেমেন্ট এখন থেকে বিকাশে দেয়া যাবে।
মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ এবং ট্রাকলোডের মধ্যে সম্প্রতি এ বিষয়ে একটি চুক্তি সই হয়েছে বলে বিকাশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর এবং ট্রাকলোডের ব্যবস্থাপনা পরিচালক তাইসির হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তির ফলে ট্রাকলোডের গ্রাহকরা সহজে, দ্রুত, নিরাপদে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
২০১৮ সালে যাত্রা শুরু করে র্যাংগস গ্রুপের ব্যবসায়িক উদ্যোগ ট্রাকলোড লিমিটেড।
বিকাশের হেড অব এম কমার্স মাহবুব সোবহান, অ্যাকাউন্ট ম্যানেজার সৈয়দ নাইম আহমেদ এবং ট্রাকলোডের চেয়ারম্যান নাফিস খুন্দকার, ডিরেক্টর সোহানা রউফ চৌধুরী এবং মোহাম্মদ জাবিদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন।