বিকাশে বুরোর সদস্যদের ঋণ বিতরণ ও কিস্তি পরিশোধ

অর্থনীতি: সদস্যদের ঋণ গ্রহন ও পরিশোধ সহজ করতে ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান বুরো বাংলাদেশ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে। সম্প্রতি বুরো বাংলাদেশের প্রধান কার্যালয়ে এই চুক্তি হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিকাশ।

বিকাশের চীফ কর্মশিয়াল কর্মকর্তা মিজানুর রশীদ এবং বুরো বাংলাদেশের ডিরেক্টর (ফিন্যান্স) মোশাররফ হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর এবং বুরো বাংলাদেশের নির্বাহী পরিচালক জাকির হোসনসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ক্ষুদ্রঋণ গ্রহণ ও পরিশোধের পাশাপাশি বুরো বাংলাদেশের সদস্যরা তাদের সঞ্চয় স্কিমের কিস্তির টাকাও বিকাশের মাধ্যমেই জমা দিতে পারবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বেসরকারি সংস্থা বুরো বাংলাদেশ ৬৪ হাজার ৮৯৮টি কেন্দ্রের মাধ্যমে ঋণ বিতরণ ও কিস্তির টাকা গ্রহণ করে। বিকাশের সাথে এই চুক্তির ফলে প্রতিষ্ঠানটি সরাসরি তাদের সদস্যদের বিকাশ একাউন্টে ঋণের টাকা বিতরণ করতে পারবে। একইভাবে সদস্যরাও তাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে ঋণের কিস্তি পরিশোধ করতে পারবে। এতে সময় এবং খরচ বাঁচবে বলে জানিয়েছে বিকাশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!