বিচ্ছেদ ভুলে আবারো স্বামীর সঙ্গে ন্যান্সি

বিনোদন: নতুন বছরের প্রথম দিনেই দ্বিতীয় সংসার ভাঙার ইঙ্গিত দেন কণ্ঠশিল্পী নাজমুন মনিরা ন্যান্সি। এমনকি তারা আলাদাভাবে বসবাস করছেন উল্লেখ করে ন্যান্সি বলেছিলেন, ‘স্বামী নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে কয়েক বছর ভালোই সংসার করলাম। কিন্তু গত দুই মাস যাবত আমরা আলাদা থাকছি। আমাদের মধ্যে বনিবনা না হওয়াতেই বিবাহ-বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। একা নয়, সিদ্ধান্ত নিয়েছি দুজন মিলেই।’
কিন্তু মাত্র ১২ দিনের ব্যবধানেই সিদ্ধান্ত বদল করেছেন ন্যান্সি। জানালেন, আবার তারা একই ছাদের নিচে বসবাস করছেন। বিবাহ-বিচ্ছেদের সিদ্ধান্তটি আত্মঘাতী মন্তব্য করে ন্যান্সি বলছেন, এখন বিবাহ বিচ্ছেদ ঘটালে ক্যারিয়ার এবং সন্তানের জীবনেও নেতিবাচক প্রভাব পড়বে। আমরা চাই না, আমাদের সন্তানের কোনো অমঙ্গল হোক।’
ন্যান্সি বলেন, ‘আমরা মনের দিক থেকে একই ছিলাম। দু’জনের প্রতি দু’জনের ভালোবাসার কমতি নেই কখনোই। জায়েদ বেশি ভালো মানুষ। তার সঙ্গে আমি প্রায়ই মান-অভিমান করি। সে করে না। সে রাগের কথা বললেও রাগ করে না, এটাও তার প্রতি আমার অভিমানের আরেকটা কারণ। যাই হোক, অভিমানের পালা শেষ। অতঃপর আমরা সুখে-শান্তিতে বসবাস করতে শুরু করেছি। সবাই দোয়া করবেন, আমাদের মধ্যে যেন শান্তি ও সৌহাদ্র্য বজায় থাকে আজীবন।’
মান-অভিমান চলাকালেই গত বছরের ১৩ ডিসেম্বর ন্যান্সির জন্মদিনে জমি উপহার দিয়ে আলোড়ন সৃষ্টি করেন জায়েদ। এদিন জায়েদের কাছ থেকে ৫ শতাংশ জমি উপহার পান ন্যান্সি। কিন্তু তাতেও দূরত্ব কমে না তাদের দুজনের। এ কারণেই চলতি বছরের প্রথম দিন বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান ন্যান্সি।
উল্লেখ্য, ২০১৩ সালের ৪ মাচর্ নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ন্যান্সি। জায়েদ এবং ন্যান্সির সংসারেও নায়লা নামে এক কন্যা সন্তানও রয়েছে। এটি তার দ্বিতীয় বিয়ে। এর আগে ন্যান্সি ২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। ২০১২ সালের ২৪ মে আনুষ্ঠানিকভাবে ছয় বছরের সংসারজীবনের ইতি টানেন ন্যান্সি। সেই সংসারেও রোদেলা নামের এক মেয়ে আছে তার।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!