বিজিবির অভিযানে ১৮৮ ভরি স্বর্ন উদ্ধার
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে ৩কেজি ৩শ ৫০গ্রাম (১৮৮ভরি) ওজনের ০৬টি স্বর্নের বার উদ্ধার করেছ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। যার বাজার দর আনুমানিক ২কোটি ৬১লাখ ২৫ হাজার টাকা।
খুলনা ২১ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে কর্নেল তানভির রহমান জানান. বিজিবি গোপন সংবাদে জানতে পারেন দৌলতপুর সীমান্তের ইছামতি নদী এলাকা দিয়ে ভারতে স্বর্নের চালান পাচার হচ্ছে। এখবরে সিও তানভির রহমানের নের্তৃত্বে একদল বিজিবি সদস্য বেনাপোল দৌলতপুর কামারবাড়ী পোস্টের পাশে ভারতের আংরাইল সীমান্তের ৩শ গজ অদূরে অভিযান চালায়। এসময় বিজিবির উপস্তিতি টের পেয়ে স্বর্নের চালান ফেলে ভারতে পালিয়ে যায় পাচারকারী। মঙ্গলবার দুপুরে স্থানীয় গন মাধ্যম কর্মিদের উপস্তিতিতে
কেউটোফেনা ও কাদার মধ্য থেকে জব্দ করা হয় স্বর্নের চালান। এ নিয়ে এ সীমা্ন্তে প্রায় অর্ধশত কেজি স্বর্ন উদ্ধার করেন বিজিবি। রাঘব বোয়ালদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান বিজিবি কর্মকর্তা তানভির রহমান।
আটককৃত স্বর্নের চালান বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।