বিদ্যুৎস্পৃষ্টে আ.লীগ কর্মীর মৃত্যু
বড়াইগ্রাম, নাটোর : নাটোরের বড়াইগ্রামে বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদৎবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত শোকসভায় গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আরজ আলী (৫৫) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। শনিবার বিকাল সাড়ে চারটার দিকে ধানাইদহ বাজারে উপজেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত শোক সভা চলাকালে এ ঘটনা ঘটে। নিহত আরজ আলী ধানাইদহ গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
নগর ইউপি চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার ধানাইদহে জাতীয় শোক দিবস উপলক্ষে শোকসভা চলছিল। জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবদুল কুদ্দুস এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে আগতদের জন্য তার টেনে স্ট্যান্ড ফ্যানে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। বিকাল চারটার দিকে খিচুড়ি রান্না ও প্যাকেট করার কাজ করতে গিয়ে আরজ আলী এ সংযোগের ত্রুটিপূর্ণ তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শোকসভাসহ স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে।