বিরতির পর অনুশীলনে নেমেছে আফগানিস্তান
স্পোর্টস: দীর্ঘ তিন মাসের অনাকাক্সিক্ষত বিরতির পর অনুশীলনে নেমেছে আফগানিস্তান। ২২ জন ক্রিকেটার নিয়ে রোববার কাবুলে ক্যাম্প শুরু করেছে দলটি। রশিদ খান, মোহাম্মদ নবি, আসগর আফগানদের সঙ্গে এক মাসের লম্বা এই অনুশীলন ক্যাম্পে আছেন নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়া কিপার-ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদও।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানায়, করোনাভাইরাস পরবর্তী ক্রিকেটের জন্য পূর্ণ প্রস্তুতি নিচ্ছে তারা। শনিবার সভা করে বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ক্যাম্প চলাকালীন স্বাস্থ্যবিধি। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা ছিল আফগানদের। এরপর সূচি অনুযায়ী খেলার কথা এশিয়া কাপ।
কিন্তু করোনাভাইরাসের প্রকোপে সহসা ক্রিকেটে ফেরার ভাগ্য ঝুলছে দলটির। এরই মধ্যে অবশ্য সুসংবাদ পেয়েছে তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র টেস্টের সূচি চূড়ান্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। পার্থে আগামী ২১ নভেম্বর শুরু হবে ম্যাচটি।