বিরহের সাগরে ভাসছেন মাহি
বিনোদন: মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিবাহবিচ্ছেদের এক মাস না পেরুতেই নায়িকা মাহিয়া মাহির দ্বিতীয় বিয়ের গুঞ্জন উঠেছে। এই গুঞ্জনের সূত্রপাত মাহির একটি ছবি ও ভিডিওকে কেন্দ্র করে। যদিও বিয়ের খবরটি মিথ্যা বলে দাবি করেছেন তিনি। এদিকে মাহির সময়টা খুব ভালো যাচ্ছে না। তার ভীষণ মন খারাপ। কারণ কোনো একজনের মুখ দেখতে তার খুব ইচ্ছে করছে। এ নিয়ে বিরহের সাগরে ভাসছেন তিনি। ফেসবুক স্ট্যাটাসে এমন ইঙ্গিত দিয়েছেন মাহি। এ অভিনেত্রী লিখেন, ‘চাইনা কিছুই তো জীবনে আর তোমার মুখটা যদি দেখি একবার।’ এদিকে মাহি একটি গানের দুই চরণ গেয়ে আপলোড করেছেন তার ফেসবুক পেজে। গানের ফাঁকে মাহি জানান, আসলে কাউকে শোনানোর জন্য গাইছেন না। যখন মন খারাপ থাকে তখন গান করেন তিনি। এমন কথা থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে মাহির মন ভালো নেই! বিবাহবিচ্ছেদের পর গাজীপুরের তরুণ রাজনীতিক-ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে দেখা যায় মাহিকে। যার ভিডিও এখনো অন্তর্জালে ঘুরে বেড়াচ্ছে। এর পরই মূলত তার দ্বিতীয় বিয়ের গুঞ্জন উঠে। তবে বিয়ের বিষয়টি অস্বীকার করে মাহি বলেন, ‘আমি বিয়ে করিনি, বিয়ের খবরটি ভুয়া। রাকিব আমার জাস্ট ফ্রেন্ড।