বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে পাবনায় পথযাত্রা ও বিনামূল্যে সেবা
নিজস্ব প্রতিবেদক: ১২ নভেম্বর (বুধবার) বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে পাবনা ডায়াবেটিক সমিতির উদ্যোগে ডায়াবেটিক সচেতনতা বৃদ্ধির উদ্দেশে বিভিন্ন স্বাস্থ্যসেবা কর্মসূচি গ্রহন করা হয়ে ।
বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে সোমবার পাবনা স্বাস্থ্যসেবা হাসপাতালে কেন্দ্রে বক্তব্য দেন, পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, ডায়াবেটিক সমিতির সহ সভাপতি কাজী রফিকুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন, পাবনা স্বাস্থ্যসেবা হাসপাতাল এবং পাবনা ডায়াবেটিক সমিতির কর্মকর্তা কর্মচারীবৃন্দ ।
কর্মসূচীর মধ্যে রয়েছে ১২ নভেম্বর থেকে বিনামূল্যে ডায়বেটিস পরীক্ষা, চক্ষু পরীক্ষা, ওজন পরিমাপ, রক্তচাপ পরীক্ষা করা কর্মসূচি গ্রহন করা হয়েছে।
১২- ১৪ নভেম্বর পর্যন্ত তিনদিন ব্যাপি পাবনা স্বাস্থ্যসেবা হাসপাতালে বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদান করা হবে হবে।
১৫ নভেম্বর পাবনা কাশিনাথপুরে স্বাস্থ্য সেবা হাসপাতাল এবং ১৭ নভেম্বর গাছপাড়ায় ডায়বেটিস পরীক্ষা, চক্ষু পরীক্ষা, ওজন পরিমাপ, রক্তচাপ পরীক্ষা করার কর্মসূচি গ্রহন করা হয়েছে ।
Spread the love