বিস্মিত হলেন সোনাক্ষী
বিনোদন: আমাজন.ইন থেকে একটি খ্যাতনামা সংস্থার হেডফোন অর্ডার করেছিলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। যার জন্য তিনি দিয়েছিলেন ১৮ হাজার টাকা। তার অর্ডার মতো একটি পার্সেল এসে হাজিরও হয় অভিনেত্রীর বাড়িতে।
তবে মনের আনন্দে সোনাক্ষী যখন সেই পার্সেল খুললেন তখন তিনি যা দেখলেন, তা দেখে যে কেউ বিস্মিত হবেন। বাক্স খুলে সোনাক্ষী কী দেখলেন জানেন? তিনি দেখলেন, সেই বাক্সের মধ্যে এসেছে একটি ভারি লোহার বাটখারা।
এমনটাই ঘটেছে এই অভিনেত্রীর সঙ্গে। বিরক্ত সোনাক্ষী সরাসরি আমাজন.ইনের ক্রেতা পরিষেবা দপ্তরে ফোন করেন, কিন্তু তিনি কোনো সহযোগিতাই পাননি বলে অভিযোগ করেছেন অভিনেত্রী।
বিষয়টি টুইট করে প্রকাশ্যে আনেন অভিনেত্রী। দেখুন ক্ষিপ্ত অভিনেত্রী এই ঘটনাকে একপ্রকার চুরির ঘটনা বলেই দাবি করেছেন।
Spread the love