বিয়ের আগেই বিচ্ছেদ!
বিনোদন: বাংলাদেশের শোবিজ অঙ্গনে ঘর ভেঙেছে অনেক তারকারই। কিন্তু ২০১২ সালের ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার প্রথম রানারআপ অভিনেত্রী প্রসূন আজাদের ঘর ভাঙার খবরটি একটু ব্যতিক্রমই বটে।
কারণ, অভিনয় জগতের কেউই প্রথমে প্রসূনের বিয়ের খবর জানতেন না। এমনকি কোনো সংবাদমাধ্যমেও সে খবর আসেনি। কিন্তু বিয়ের খবর প্রকাশের আগেই প্রকাশ পায় তার বিচ্ছেদের খবর।
গত বছর অক্টোবরের শেষ দিকে গণমাধ্যমে প্রসূন নিজেই এ খবর জানান। সেসময় তিনি আরো জানান, পরের বছরের (২০১৮ সালের) ফেব্রুয়ারিতে তা কার্যকর হবে। প্রসূনের দেয়া ভাষ্য থেকে জানা যায়, ২০১৬ সালের ১৯শে ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার সিডনিতে সেখানকার প্রবাসী মোহাইমিন সানের সঙ্গে তার বিয়ে হয়।
বিয়ে করেছিলেন পরিবারকে না জানিয়ে। সম্পর্কে তারা কাজিন। অনেক দিন প্রেম করেছেন। বিয়ের আগে এবং পরে অনেক দিনই স্বামীর সঙ্গে সিডনিতেই ছিলেন প্রসূন। সে সময়ও বিয়ের খবর সংবাদমাধ্যমকে জানাননি তিনি।