‘বিয়ের সময় পাচ্ছি না’: কাজল

বিনোদন: ইনস্টাগ্রামে অভিনেত্রী কাজল আগরওয়ালের ফলোয়ারের সংখ্যা প্রায় এক কোটি। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও তামিল ও তেলুগু ছবিতে শক্ত অবস্থান গড়েছেন আগেই। বেশ কয়েকটি বলিউডি ছবিও করেছেন কাজল। যার মধ্যে কয়েকটি সুপারহিট। দক্ষিণের প্রথম সারির এই অভিনেত্রী ইতিমধ্যেই ঝুলিতে পুরেছেন চারটি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। ২০১৫-এ মুক্তি পায় কাজল অভিনীত তেলুগু অ্যাকশন ছবি ‘টেম্পার’। বড় বাজেটের এই ছবিটি বেশ হিট। দক্ষিণী সুপারস্টার ধনুষের সঙ্গে জুটিতে তার অ্যাকশন-কমেডি তামিল ছবি ‘মারি’ (২০১৫-এ মুক্তি) বেশ জনপ্রিয়তা পায়।

মহেশ বাবুর সঙ্গেও তার জুটি বেশ সফল। বলিউডেও বেশ জনপ্রিয় কাজল। অভিনয়ের পাশাপাশি ব্যবসাটাও তিনি করেন মন দিয়েই। ‘মার্সালা’ নামে তার গয়নার বুটিক রয়েছে। ‘সিংহাম’ এবং ‘স্পেশাল ২৬’-এর মতো হিট বলিউড ফিল্মে তাকে দেখা গিয়েছে। কাজল সম্প্রতি জানিয়েছেন, তার বিয়ে হওয়ার কথা ছিল ২০১৮ সালেই। কিš‘ কেন বিয়ে করতে পারলেন না তিনি? আসলে ব্যস্ততার কারণেই কাজলের বিয়ে করা হ”েছ না, সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন তিনি। তিনি বলেন, বিয়ের সময় পাচ্ছি না। ব্যস্ততার কারণে তাই বিয়ে পিছিয়ে যা”েছ আমার। জানি না কবে হবে আর বিয়ে! আরও একটি বিশেষ কথাও জানিয়েছেন কাজল। এবার তিনি ‘ইন্ডিয়ান ২’ ছবিতে অভিনয় করতে চলেছেন কমল হাসানের সঙ্গে। এই ছবি দিয়েই ফিল্মি ক্যারিয়ারে ইতি টানবেন কমল। কাজল বলেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। কমল হাসানের মতো কিংবদন্তি অভিনেতার সঙ্গে কাজ করবো, তাও আবার তার শেষ ছবিতে। আমি অনেক বেশি উ”ছ¡সিত।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!