বিয়ে করছেন প্রভা!
বিনোদন: জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা লন্ডন থেকে ফিরেছেন। ফেরার আগ মুহূর্তে তিনি জানতেন বাবা অসুস্থ। অথচ দেশে ফিরে দেখেন তারই বিয়ের আয়োজন করছে সবাই।
তার অজান্তে আয়োজন করা হয় এই বিয়ের। বাস্তবে নয়, এভাবে দেখা যাবে প্রভাকে ‘আমি যে কে তোমার’ শিরোনামের একটি একক নাটকে। এটিতে প্রভা অভিনয় করেছেন মিথিলা চরিত্রে।
তার বিপরীতে রয়েছেন অভিনেতা মনোজ প্রামাণিক। এটি রচনা ও পরিচালনা করেছেন আদর সোহাগ। খুব শিগগির নাটকটি কোনো একটি চ্যানেলে প্রচার হবে।
Spread the love