বিয়ে করলেন মাইলি-লিয়াম
বিনোদন: মার্কিন পপতারকা মাইলি সাইরাস তার দীর্ঘ সময়ের সঙ্গী অস্ট্রেলিয়ান অভিনেতা লিয়াম হোমসওয়ার্থকে বিয়ে করেছেন। মাইলি বিয়ের ছবিও প্রকাশ করেছেন। গত রবিবার তারা বিয়ে করেন। ঘরোয়া আয়োজনের সেই বিয়েতে তাদের পরিবারের লোকজন ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। টুইটারে একটি ছবি প্রকাশ করেছেন মাইলি সাইরাস। যাতে দেখা গেছে, তাকে আলিঙ্গনে আবদ্ধ করে রেখেছেন স্বামী লিয়াম হোমসওয়ার্থ। ছবির শিরোনাম দিয়েছেন, ১০ বছর পরে। অন্য একটি ভিডিওতে দেখা যায়, বিয়ের পোশাক পরে নাচছেন মাইলি।
আর তা ভিডিও করছেন লিয়াম। এক দশক আগে ‘দ্য লাস্ট সং’ ছবির সেটে সাক্ষাৎ হয় তাদের। ২০১২ সালে তাদের বাগদান সম্পন্ন হয়। যদিও পরে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। ২০১৫ সালে ফের একসঙ্গে দেখা যায় তাদের। সেসময় তারা ফের বাগদানের ঘোষণা দেন।
Spread the love