বীথির নতুন
বিনোদন: বীথি রানী সরকার ছোট পর্দার বাইরে বড় পর্দায়ও কাজ করেন। সম্প্রতি তার অভিনীত এবং গোলাম মোস্তফা শিমুল পরিচালিত ‘কারণ তোমায় ভালোবাসি’ নামের নতুন একটি ছবি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে।
বীথি রানী বলেন, চলতি বছর আমার অভিনীত ‘কালের পুতুল’ ছবিটি মুক্তি পায়। এবার ‘কারণ তোমায় ভালোবাসি’ ছবিটি সামনে মুক্তি পাবে। বেশ সময় নিয়ে কাজটি করা হয়েছে।
আমার বিশ্বাস, ছবির গল্পটি দর্শকরা পছন্দ করবেন। এ ছবিতে বীথির বিপরীতে সাব্বির আহমেদ অভিনয় করেছেন। ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। ছবিতে বিভিন্ন চরিত্রে আরো আছেন শুভ, তাম্মি, নাফিজা চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।
Spread the love