বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মনমোহন সিং
বিদেশ : বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। রাজধানী নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস) হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। বুকে ব্যথা শুরু হওয়ার পর রোববার রাতে ৮৭ বছর বয়সী মনমোহনকে হাসপাতালের কার্ডিও-থোরাসিক ওয়ার্ডে ভর্তি করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে বলা হয়, রোববার রাত পৌনে ৯টার দিকে কংগ্রেসের বর্ষীয়ান এই নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
তবে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রয়োজন হয়নি। ভারতের দুই বারের প্রধানমন্ত্রী মনমোহন সিং দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছেন। এর আগে ২০০৯ সালে দিল্লির এই হাসপাতালেই তার বাইপাস হার্ট সার্জারি করা হয়।
Spread the love