বুন্ডেসলিগার কোচ টুথপেস্ট কিনতে গিয়ে বিপাকে
স্পোর্টস: বুন্ডেসলিগা পুনরায় শুরুর আগে ধাক্কা খেল আউক্সবুর্ক। কোয়ারেন্টিনের নিয়ম ভাঙায় দলটির প্রধান কোচ হেইকো হেরলিচ ভলফসবুর্কের বিপক্ষে ম্যাচে ডাগআউটে দাঁড়াতে পারবেন না।
৪৮ বছর বয়সী হেরলিচ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানান, টিম হোটেল ছেড়ে তিনি একটি দোকানে টুথপেস্ট কিনতে গিয়েছিলেন। শুক্রবার দলের অনুশীলনেও থাকতে পারবেন না হেরলিচ।
গত ১০ মার্চ আউক্সবুর্কের দায়িত্ব নেন এই জার্মান কোচ। ভলফসবুর্কের বিপক্ষে ঘরের মাঠের এই ম্যাচ দিয়ে দায়িত্ব শুরু হওয়ার কথা ছিল তার। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দুই মাসের বেশি স্থগিত থাকার পর ইউরোপের প্রথম শীর্ষ লিগ হিসেবে শনিবার মাঠে ফিরছে বুন্ডেসলিয়া।
প্রতিযোগিতার বাকি সব ম্যাচই হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।
Spread the love