বুলবুল কলেজে বৃক্ষরোপণ কর্মসূচী পালন
মিজান তানজিল, পাবনা: পাবনা শহীদ বুলবুল সরকারি কলেজের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফলদ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। রবিবার সকালে কলেজ মাঠে বিভিন্ন রকমের ফলদ ও বনজ বৃক্ষরোপণ করা হয়।
বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এস. এম. আব্দুল কুদ্দুস, উপাধ্যক্ষ প্রফেসর কে. বি. এম নিশানুল হাবিব, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক, শিক্ষক পরিষদের সম্পাদক সহকারি অধ্যাপক মো. হারুন অর রশিদ, হিসাববিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মো. কামরুজ্জামান শাহিন,দর্শন বিভাগের সহকারি অধ্যাপক ফরিদ আহমেদ সহ কলেজের বিভিন্ন বিভাগের সহকারি অধ্যাপক, প্রভাষক ও শিক্ষার্থীবৃন্দ।
Spread the love