বৃষ্টি থেমে গেলেই বাড়বে শীত
নিজস্ব প্রতিবেদক : আগামীকাল সোমবার (৬ জানুয়ারি) থেকে বৃষ্টি হবে না বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আর বৃষ্টি থেমে গেলেই বাড়বে শীত বলছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া অফিস জানায়, বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, সিলেটসহ বেশ কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। তবে আজকের পর তা আর থাকবে না। এরপরই শীত জেঁকে বসতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রোববার রাতে তাপমাত্রা কমেছে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আগামী ৮ থেকে ১০ জানুঅরির মধ্যে মৃদু বা তীব্র শৈতপ্রবাহ বয়ে যাওয়ার র্পর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
Spread the love