বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পাবনায় বিএনপির আলোচনা সভা
পাবনা প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং এ্যাবের মহাসচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন কৃষক দলের কেন্দ্রীয় মহাসচিব মনোনীত হওয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পাবনায়।
জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় চত্বরে আজ দুপুরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়াপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ খান মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কৃষিবিদ হাসান জাফির তুহিন ছাড়াও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারন সম্পাদক খন্দকার হাবিবুর রহমান তোতা, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, শফিউল আলম প্রমূখ। বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বলেন, দেশের একাধিকবারের প্রধানমন্ত্রী ও একজন সাবেক রাষ্ট্রপতির স্ত্রীর ওপরে সরকার যে নির্যাতন করছে তা এদেশের রাজনৈতিক ইতিহাসের এক জঘন্য অধ্যায় হয়ে থাকবে। তারা অবিলম্বে গুম খুন বন্ধ করে দেশে গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় উদ্যোগী হতে সরকারের প্রতি উদাত্ত আহবান জানান। এর আগে কেন্দ্রীয় নেতৃবৃন্দ পাবনা পৌছালে বিপুল সংখ্যক নেতাকর্মী তাদেরকে মোটর সাইকেল শোভাযাত্রাসহ অভ্যর্থনা জানান।