বেরুয়ান খানকা শরীফে ২৩ তম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : দরবারে মোজদ্দেদীয়া প্যারাডাইস পাড়া টাঙ্গাইল শরীফের জাকের বৃন্দের উদ্যোগে পাবনার আটঘরিয়ার বেরুয়ান খানকা শরীফে ১ মার্চ ২৩ তম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে টাঙ্গাইল প্যারাডাইসপাড়া দরবারে মোজাদ্দেদীয়ার পীর ড. খাজা আব্দুল হালিম ওরফে হজরত ইমামে সানি হুজুর পাক তশরিফ আনেন এবং খাছ বয়ান ও আখেরি মোনাজাত পরিচালনা করেন।
এতে আ’ম বয়ানে অংশনেন প্যারাডাইসপাড়া টাংগাইলের দরবারে মোজাদ্দেদীয়ার খলিফা এবং বেরুয়ান খানকা শরিফের প্রতিষ্ঠাতা মেজর জেনারেল (অব.) এএসএম আলহাজ নজরুল ইসলাম রবি, আটঘরিয়ার যাত্রাপুর সিনিয়র মাদরাসার সুপার আলহাজ মওলানা রফিকুল ইসলাম, পাবনা জেলা জাকের মজলিসের আমীর মো. এবাদত আলী, বাংলাদেশ দরছে ইসলামিয়া মিশনের চেয়ারম্যান ও নাটোর দাশগ্রাম ফাজিল মাদরাসার প্রাক্তন মুদারিরস আলহাজ মওলানা মোশাররফ হোসেন রুমি, চরশিবরামপুর আব্দুল কাদের জামে মসজিদের খতিব মওলানা মাহমুদ ইবনে আহম্মদ উল্লাহ, পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ শরিফুল ইসলাম, হামদ, নায়াত ও গজল পেশ করেন আলহাজ মোঃ আব্দুল কুদ্দুস পদ্মা, মনজুরুল ইসলাম মনজু ও মোঃ জনি হোসেন। হালকায়ে জেকের পরিচালনা করেন আলহাজ আলাউদ্দিন আলাল। উক্ত মাহফিলে আটঘরিয়ার পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, কর্নেল (অব.) সাইদুল কবির, মুয়াজ উদ্দিন টেক্সাইলের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ লুৎফর রহমান, ঢাকা মিরপুর মোজাদ্দেদীয়া মাহফিল ঘরের পেশ ইমাম মওলানা আরিফ আহমেদ, পাবনা প্যারাডাইস সুইটের সত্বাধিকারি আলহাজ ্এবিএম শামসুজ্জোহা ওরফে লালবাবুসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত হতে আগত অগনিত ভক্ত ও জাকের বৃন্দ এবং ধর্মপ্রাণ ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।