বেড়ায় ডা. আওয়ালের ব্যাক্তিগত উদ্যোগে দেড় হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
পিপ (পাবনা) : ঢাকার ইউনাইটেড হাসপাতালের ইউরালজি বিভাগের প্রধান প্রফেসর ডা. এম এ আওয়ালের ব্যাক্তিগত উদ্যোগে দেড় হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বেড়া বিবি হাই স্কুল সংলগ্ন নিজ বাড়ীর আঙ্গিনায় করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের মধ্যে এ সব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, অর্থ সম্পাদক শুশিল কুমার তরফদার, ডা. আওয়ালের সহধর্মিনী ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. হোসনে আরা, মেয়ে জেরিন আলভী ঐশ্বর্য, শাহরীন আলভী ঐতিহ্য প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
২০১৭ সালে অনুষ্ঠিত বেড়া পৌরসভা নির্বাচনে প্রফেসর এম এ আওয়াল সরকারি চাকুরি ছেড়ে বেড়া পৌর মেয়র পদে নির্বাচন করেন। তিনি সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যপক আবু সাইয়িদের ভাগ্নে এবং বেড়ার প্রথম পেল চেয়ারম্যান এসএম আমীর আলীর ছোট ভাই।
প্রফেসর ডা. এম এ আওয়াল বলেন, আমরা সবাই একটা ক্রাইসিস সময় অতিক্রম করছি। তার এই সামান্য উপহার ভালবাসার প্রতীক। তিনি সব সবময় বেড়ার মানুষের পাশে থাকবেন বলে জানান।