বেড়ায় ফাঁদ দিয়ে শিকার : দুই পাখি শিকারীর কারাদন্ড
ডেস্ক রিপোর্ট : ফাঁদ দিয়ে শিকার করার সময় দুই পাখি শিকারীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করা হয়েছে। গত সোমবার রাতে বেড়া উপজেলার নলভাঙা গ্রামের কাজলকুড়া বিলে পাখি শিকার করার সময় এ ঘটনা ঘটে।
জানা যায়, বর্ষার জল শুকিয়ে যাবার সাথে সাথে বিভিন্ন প্রজাতির বক সহ শীতকালিন পাখি খাবারের খোঁজে নদীর তীর, খোলা জমিতে ভিড় জমায়। এ সুযোগে পাখি শিকারীরা রাতের আঁধারে জাল,বিষটোপ এসব দিয়ে পাখি শিকারে মেতে ওঠে। তারপর সেগুলো বাজারে বিক্রি করে।
সোমবার রাতে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাখি শিকারের খবর আসলে তিনি তাৎক্ষণিক আইনশৃঙ্খলাবাহিনীকে সাথে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। সেখান থেকে বেতবাড়িয়া গ্রামের তাজেল শিকদার (২৬) ও তারা মিয়া (২৮) নামে দুই শিকারীকে পাখি তৈরির সরঞ্জাম সহ আটক করে। এ সময় তাদের কাছ থেকে শিকার করা পাঁচটি দেশি বক উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে বন্য প্রাণী সংরক্ষণ আইনে অভিযুক্ত দুজনকে এক মাসের বিনাশ্রম কারাদ- দেয়া হয়।