বেড়ায় নদী থেকে শিশুর লাশ উদ্ধার
বেড়া (পাবনা) প্রতিনিধি : পাবনা জেলার বেড়া উপজেলায় নদী থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বেড়া মডেল থানার ওসি শাহীদ মাহমুদ জানান, গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাকলা ইউনিয়নের খাকছাড়া-দমদমা গ্রামের ব্রিজের নিচে কাগেশ্বরী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। শিশুটির বয়স আনুমানিক তিন থেকে চার মাস বলে ধারণা করছে পুলিশ।তবে তাৎক্ষণিকভাবে পরিচয় নিশ্চিত করা যায়নি।
ওসি শাহীদ বলেন, ব্রিজের নিচে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
Spread the love