বেড়ায় নির্বাচনী প্রচার জমে উঠেছে
বেড়া (পাবনা) : পঞ্চম উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া পাবনার বেড়া উপজেলা নির্বাচন প্রার্থীদের প্রচার প্রচারণায় জমে উঠছে। নির্বাচনের দিন কাছে আসার সাথে সাথে প্রার্থীদের প্রচার প্রচারণাও বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন গান, ছন্দ দিয়ে প্রার্থীদের পক্ষে মাইকিং চলছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান প্রার্থীদের প্রতীক সম্বলিত পোষ্টারে ছেয়ে যাচ্ছে পৌর এলাকা সহ বিভিন্ন ইউনিয়ন।
বেড়া উপজেলার কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা যায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের কর্মীরা পোষ্টার লাগাতে ব্যস্ত সময় পার করছে। তবে ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের প্রচার প্রচারণাই বেশি। চেয়ারম্যান পদের প্রার্থীদের ছবি সম্বলিত পোষ্টারে ছেয়ে গেছে এলাকা। চেয়ারম্যান পদে লড়াই করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান আবদুল কাদের, স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আফজাল হোসেন এবং জাতীয় পার্টির আলী আহাদ। তবে জাতীয় পার্টির আলী আহাদের প্রচার প্রচারণা খুব একটা দেখা যাচ্ছে না। মূল প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগের দুই প্রার্থীর মধ্যে হবে বলে রাজনৈতিক মহলের ধারণা। চেয়ারম্যান পদের প্রার্থীদের সাথে সাথে ভাইস চেয়ারম্যান পদের জন্য তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। ভাইস চেয়ারম্যানদের প্রচারেই নির্বাচনী প্রচারণা আরও বেশি জমে উঠেছে। পিছিয়ে নেই সংরক্ষিত আসনের মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরাও। উল্লেখ্য, ভাইস চেয়ারম্যান পদের জন্য লড়াই করছেন জাহাঙ্গীর আলম, আব্দল মান্নান মানু, আবু শামা মোল্লা,মেজবাউল হক,আরিফ শেখ,নাজমুল বাশার,শওকত হোসেন এবং সংরক্ষিত নারী আসনে শায়লা শারমিন ইতি ও আনোয়ারা আহমেদ।