বেড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
অলোক কুমার আচার্য্য, বেড়া (পাবনা) : পাবনার বেড়ায় ”বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর উপজেলা পর্যায়ের চুড়ান্ত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগীতায় বালক দলে পাইখন্দ বাড়াদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাজী শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে এবং বালিকা দলে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় বেড়া বি বি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাসুমদিয়া মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে।
গতকাল মঙ্গলবার সকালে বেড়া শহীদ আব্দুল খালেক ষ্টেডিয়ামে ফাইনাল খেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী, উপজেলা শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলোক কুমার পাল প্রমুখ। প্রতিযোগীতায় পাইখন্দ বাড়াদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে কাজী শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বেড়া বি বি পাইলট সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে মাসুমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-১ গোলে পরাজিত করে। টুর্ণামেন্ট শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।