বেড়ায় বজ্রপাতে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনার বেড়ায় বজ্রপাতে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে। আজ দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছে বাবা মোতালিব, ছেলে শরিফ ও ফরিদ এবং প্রতিবেশী রহম প্রামানিক।
বেড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আরিফুল ইসলাম জানান, আজ দুপুর সোয়া ২টার দিকে বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামে নিহতরা বাড়ির পাশের একটি পুকুরে পাট পরিষ্কার করতে থাকা অবস্থায় বৃষ্টির সাথে বজ্রপাত ঘটে।
এতে ঘটনাস্থল বাবা, দুই ছেলে ও এক প্রতিবেশীর মৃত্যু হয়।
এলাকাবাসী খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Spread the love