বেড়ায় রাকিবুল হত্যার প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনার বেড়া উপজেলার শেখপাড়া এলাকার রাকিবুল ইসলাম হকাই হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্ত শাস্তির দাবিতে বিক্ষোভ মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বেড়া বাজারে শহস্্রাধিক এলাকাবাসীর উপস্থিতিতে এ বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন এলাকার সুশীল সমাজের ব্যক্তি ও পরিবারের সদস্যবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, এই হত্যার সাথে জড়িত সকলকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্ত শাস্তির দাবি করেন।

মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ মিছিল নিয়ে বাজার প্রদক্ষিণ করে বেড়া থানার সামনে গিয়ে প্রতিবাদ জানায়। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) খাইরুল ইসলাম আসামীদের ধরার ব্যাপারে আশ্বাসত্ব করেন।

উল্লেখ্য গত ১০ জুন বসতবাড়ীর সম্পত্তি নিয়ে বিরোধ হয়। এই বিরোধের জেরেই রাকিবুল ইসলাম হকাইকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে।

তবে এব্যাপারে বেড়া মডেল থানায় মুন্না ও রাজুকে প্রধান আসামী করে ১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!