বেড়া পৌর নির্বাচনে একই পরিবারের তিনজনসহ ৬ আওয়ামীলীগের নেতাকর্মির মনোনয়ন দাখিল
পিপ (পাবনা) : ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য পাবনা বেড়া পৌর নির্বাচনে মেয়র পদে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকুর ছেলে, ভাই ভাতিজীসহ ৬ আওয়ামীলীগের নেতাকর্মির মনোনয়ন দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার তারা মনোনয়নপত্র দাখিল করা হয়।
যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকুর ছেলে অ্যাডভোকেট আসিফ শামস রঞ্জন, শামসুল হক টুকুর ছোট ভাই বেড়া পৌরসভার সাবেক মেয়র এবং উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল বাতেন, শামসুল হক টুকুর বড় ভাই মরহুম বদিউল আলমের মেয়ে এসএম সাদিয়া আলম, জেলা আওয়ামীলীগ সদস্য এএইচএম ফজলুর রহমান মাসুদ, আওয়ামীলীগ কেন্দ্রিয় উপ-কমিটির সদস্য প্রফেসর ডা. আব্দুল আওয়াল এবং আওয়ামীলীগ ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন নেতা কেএম আব্দুল্ল্াহ।
সাদিয়া আলম বলেন, তিনি মানুষের অধিকার ফিরিয়ে দিতে ভোটে প্রার্থী হয়েছেন। এ ব্যাপারে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেন, এটা সবার গনতান্ত্রিক অধিকার। তাই ওরা প্রার্থী হয়েছে। উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর এই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।