বোমায় প্রকম্পিত কাবুল, শিশুসহ নিহত ৮

বিদেশ : একদিনের ব্যবধানে বোমা হামলায় আবারো প্রকম্পিত আফগানিস্তান। রাজধানী কাবুলে শক্তিশালী গাড়ি বোমা হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। পার্লামেন্টের এক সদস্যসহ আহত হয়েছেন আরো ১৫ জন। কয়েকজনের অবস্থা শঙ্কটাপন্ন হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, রোববার এর বিস্ফোরণে আশপাশের বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। প্রচ- শব্দে বাড়ি-ঘর এবং দোকানপাটও ক্ষতিগ্রস্ত হয়। কালো ধোঁয়ায় ছেয়ে যায় আশপাশ। একে সন্ত্রাসী হামলা বলে অবিহিত করেছে দেশটির সরকার। একদিন আগেই দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ গজনীর গিলান জেলায় ভয়াবহ বিস্ফোরণে ১৫ শিশু নিহত হয়।

নিরাপত্তা বাহিনী বলছে, গাড়িতে রাখা বোমা থেকেই বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় জড়িত থাকার দায় স্বীকার করেনি তালেবান অথবা আল-কায়েদা। তবে সম্প্রতি আফগানিস্তানের বেশ কয়েকটি হামলার দায় স্বীকারে করে বিবৃতি দেয় জঙ্গি গোষ্ঠী আইএস।

প্রতিদিনই আফগানিস্তানের কোথাও না কোথাও বিস্ফোরণ অথবা হামলা হচ্ছে। হাঁপিয়ে উঠা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোন কুলকিনারা বের করতে পারছে না। দীর্ঘ ১৯ বছর ধরে চলা যুদ্ধ বন্ধে তালেবান এবং দেশটির সরকারের মধ্যে আলোচনার মধ্যেই হামলার ঘটনা বেড়ে গেছে আফগানিস্তানে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!