ব্যাক্তি নয় নৌকায় ভোট দেওয়ার আহবান-স্বেচ্ছাসেবকলীগ নেতা লিটন
সেলিম আহমেদ, ঈশ্বরদী প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকার পক্ষে ঈশ্বরদীতে লিটন সমর্থক গোষ্ঠী শহরের কলেজ রোডে কর্মী সমাবেশের আয়োজন করেন। কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটন। মতবিনিময় শেষে নৌকার পক্ষে একটি মিছিল বের করেন।
ঈশ্বরদী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসাহক আলী মালিথার সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মহিলালীগের সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন, ঈশ্বরদী উপজেলা যুব মহিলালীগের আহবায়ক আতিয়া ফেরদৌস কাকলী, সলিমপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নায়েক (অব.) এম এ কাদের, মুলাডুলি ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান ফান্টু মন্ডল, সাংগঠনিক সম্পাদক শাহা আলী মন্ডল, জাবেদ আলী মেম্বার, সাহেব আলী মেম্বার, মুলাডুলি ইউনিয়ন যুবলীগের সভাপতি খন্দকার মিলন ও মাজপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রেদওয়ান রাজু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি ইমরুল কায়েস দারা, বক্তারা বলেন, শেখ হাসিনা মানে বাংলাদেশ বাকি সব পরে দেখা যাবে, এখন শুধু নৌকা। আমরা ব্যক্তি নয়, নৌকার বিজয় ছিনিয়ে আনতে অবিরাম কাজ করে যাবো। নৌকার সাথে আমাদের কোন বিরোধ নেই। নৌকার বিজয় মানে আওয়ামীলীগের বিজয়, নৌকার বিজয় মানে আমাদের সকলের বিজয়। বিশ্বের দরবারে বাংলাদেশ এখন শুধুই একটি দেশের নাম নয়। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে হাঁটছে।
বক্তারা আরও বলেন, এদেশের উন্নয়ন চলমান রাখতে আবারও নৌকায় ভোট দিন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগকে ক্ষমতায় বসালে দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সমকালিন যুগে সর্ব কালের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি সোনার মানুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা উন্নয়নের রুপকার দেশরত্ব জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের মানুষের ভাগ্যোন্নয়নের জন্য ডিজিটাল বাংলাদেশ গড়তে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, অসহায় নারীদের মাতৃত্বকালীন ভাতা,স্বামী পরিত্যক্তাদের জন্য ভাতা এবং পঙ্গু অসহায়দের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছেন, যা অন্য কোনো সরকারের আমলে দেয়া হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী সেই দিকেই এগুচ্ছেন। নৌকার বিজয় নিশ্চিত করতে সকলকে একত্রিত ভাবে কাজ করতে হবে।