ব্যাড বয়ের জন্য কত পারিশ্রমিক নিয়েছেন জ্যাকলিন?
বিনোদন: সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে সাহো সিনেমার ‘ব্যাড বয়’ গানটি। এতে প্রভাস ও জ্যাকলিন ফার্নান্দেজের রসায়ন দর্শকের মধ্যে বেশ ভালো সাড়া ফেলেছে। ‘ব্যাড বয়’ গানটিতে কণ্ঠ দিয়েছেন র্যাপার বাদশা ও নীতি মোহান। গানের কথাও লিখেছেন বাদশা। পার্টি সংটির জন্য বেশ মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন জ্যাকলিন।
এতে প্রভাসের সঙ্গে পর্দায় হাজির হতে প্রায় ২ কোটি রুপি নিয়েছেন এই বলিউড ডিভা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। এর আগে জ্যাকলিন জানান, অন্য একটি কাজের জন্য ইউরোপ গিয়েছিলেন তিনি। ক্রোয়েশিয়াতে সাহো টিমের সঙ্গে তার দেখা হয়। এ সময় প্রভাসের সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেন তিনি। তখনই তাকে ‘ব্যাড বয়’ গানটির প্রস্তাব দেয়া হয়। হঠাৎ প্রস্তাব পাওয়ায় গানের আগে ঠিকমতো রিহার্সেলেরও সময় পাননি। হিন্দি, তামিল, তেলেগু ও মালায়ালাম ভাষায় নির্মিত হয়েছে সাহো সিনেমাটি। এটি পরিচালনা করেছেন সুজিত। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেনÑপ্রভাস, শ্রদ্ধা কাপুর, নীল নীতিন মুকেশ, জ্যাকি শ্রফ, চাংকি পান্ডে, এভেলিন শর্মা, মহেশ মাঞ্জরেকর, ভেনেলা কিশোর প্রমুখ। আগামি ৩০ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি।