ব্রাজিলে নতুন ধরনের করোনার কারণেই বাড়ছে মৃত্যুর হার
বিদেশ : ব্রাজিলে গেল একদিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুই হাজার ২শ’র বেশি মানুষের।লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে নতুন করে বৃদ্ধি পেয়ে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। একদিনে দেশটিতে নতুন করে ৮০ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে। গত দু’দিন ধরে ব্রাজিলে প্রতিদিন দুই হাজারের বেশি মানুষে মৃত্যু হয়েছে করোনায়। এ পর্যন্ত ব্রাজিলে এক কোটি ১২ লাখ ৮৪ হাজার ২৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে দুই লাখ ৭৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ব্রাজিলের বিশেষজ্ঞরা বলছেন, তাদের দেশে অতিমাত্রায় সংক্রমণযোগ্য নতুন ধরনের করোনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এদিকে, ভারতে আবারও বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যুর হার। চলতি বছরের মধ্যে বৃহস্পতিবার দেশটির সর্বোচ্চ করোনা শনাক্ত রেকর্ড করা হয়েছে ২২ হাজার ৮শ ৫৪ জন। ২০২১ সালে এ নিয়ে তৃতীয়বার নতুন সংক্রমণ ২০ হাজারের গ-ি ছাড়ালো। যেখানে একদিনে মৃত্যু হয়েছে ১২৬ জনে। দু’দিন আগেও ভারতে দৈনিক মৃত্যু একশ’ জনের কম ছিল। সেখানে গেল একদিনে মৃত্যুর সংখ্যা বেড়ে ১২৬ জনে দাঁড়িয়েছে। ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৩ লাখ ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫৮ হাজার মানুষের।