ব্লাড ক্যান্সারে আক্রান্ত বাঁধন বাঁচতে চায়

বেড়া (পাবনা) প্রতিনিধি : একমাস পর প্রথম সাময়িক পরীক্ষা অথচ প্রথম শ্রেণিতে পড়া বাঁধন হাসপাতালের বিছানায় দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে অনিশ্চিত জীবনের প্রহর গুনছে। আন্দালিব বিল্লাহ বাঁধনের বাড়ি পাবনার বেড়া উপজেলায়। মাত্র ৮ বছর বয়সেই জীবন প্রদীপ নিভে যাওয়ার উপক্রম হয়েছে দুরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের বিছানায় ভর্তি রয়েছে।

তার পিতা রাজশাহী নিজউ টুয়েন্টিফোর ডট কমের পাবনা প্রতিনিধি বাকি বিল্লাহ জানিয়েছেন, বাঁধনের অসুখ প্রাথমিক পর্যায়ে বলে ডাক্তার জানিয়েছেন এবং ঠিকমতো চিকিৎসা পেলে বাঁধন সুস্থ হয়ে উঠবে। বাঁধন সহযোগী অধ্যাপক ডাঃ এ,টি,এম আতিকুর রহমানের অধীনে চিকিৎসাধীন। দুই ভাইয়ের মধ্যে বাঁধন বড়। ফোনে বাঁধনের সাথে কথা হলে বাঁধন স্কুলের কথা খুব মনে পরে বলে জানায়। বড় হয়ে সে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে। পুরোপুরি সুস্থ হতে প্রায় ১০-১২ লাখ টাকার প্রয়োজন। সমাজের বিত্তবানদের কাছে তার বাবা বাঁধনকে সুস্থ করতে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে। তাকে সাহায্য করতে চাইলে বিকাশ নং ০১৭৩৯ ৮৫৩৮২৪ এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, একাউন্ট নং-৬৩৭৩,বেড়া শাখা,পাবনা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!