বড়দিন উৎযাপনকে ঘিরে জেলা পুলিশের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, পাবনা : ২৫ ডিসেম্বর খ্রীস্টান ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শুভবড়দিন। শুভ বড়দিনের উৎসব নির্বিঘ্নে পালন করতে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে পাবনার পুলিশ সুপার কার্যালয়ের সন্মেলন কক্ষে পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম (বিপিএম, পিপিএম) এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইবনে মিজান, পাবনার সব থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের কর্মকর্তাগণ।

সভায় পুলিশ সুপার জেলার ২১ টি গির্জা বা চার্চের প্রধানদের বক্তব্য শোনেন এবং খ্রীস্টান ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শুভবড় দিন নির্বিঘ্নে পালন করতে জেলা পুলিশের পক্ষে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্তা গ্রহনের কথা জানান। মতবিনিময় সভা শেষে আগত খ্রীস্টান ধর্মাবলম্বীদের নিয়ে বড় দিনের কেক কাটেন পুলিশ সুপার।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!