বড় পর্দার আগেই ছোট পর্দায় চমক
বিনোদন: ঢালিউড কিং শাকিব খান এবং গ্ল্যামার গার্ল নুসরাত ফারিয়া বর্তমানে শামিম আহমেদ রনীর ‘শাহেনশাহ’ ছবির কাজ করছেন। তবে এ ছবির কাজ করার সময়ই সম্প্রতি বাংলালিংকের নতুন একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে পারফরমেন্স করেছেন তারা। এটি নির্দেশনা দেন আদনান আল রাজীব। গতকাল থেকে এটি প্রচারে এসেছে। শাকিব খান বলেন, দারুণ একটি কাজ হয়েছে। আর কাজটি করে বুঝলাম আদনান খুবই মেধাবী একজন নির্মাতা। নুসরাত ফারিয়ার সঙ্গে বড় পর্দায় ‘শাহেনশাহ’ দেখার আগে ছোট পর্দায় চমক হিসেবে থাকছে এটি। আমাদের নতুন এ কাজটি দর্শকরা পছন্দ করবে বলে আশা করছি। নুসরাত ফারিয়া বলেন, ভিন্ন থিমের এ বিজ্ঞাপনে কাজ করে বেশ ভালো লেগেছে।
Spread the love