ভক্তদের কারণে ঢাকা ফিরলেন অপু

বিনোদন: চলচ্চিত্র তারকাদের নিয়ে সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ। তারা যখন আউটডোরে শুটিংয়ে যান তখন ব্যাপকভাবে উৎসুক জনতার ভিড় হয়। ভক্তদের সেলফি তোলার আবদার, ভিড়সহ সব জটিলতা সামলে শুটিং করতে হয়। তবে মাঝে-মধ্যে অতিরিক্ত মানুষের চাপে শুটিং ইউনিটকে পোহাতে হয় নানা ঝামেলা। অনেক সময় পরিস্থিতি নিয়ন্ত্রেণের বাইরেও চলে যায়। এবার সেই বিপত্তিটাই ঘটলো। গত ২৯শে সেপ্টেম্বর ‘প্রেম প্রীতির বন্ধন’- সিনেমার শুটিং করতে পাবনার পাকশীর লোকেশনে যাওয়া অপু বিশ্বাসকে বাড়তি মানুষের চাপে শুটিং শেষ না করেই ঢাকা ফিরতে হয়েছে। এই চলচ্চিত্রের একটি সূত্র থেকে জানা গেছে, ঢাকায় চলে আসেন অপু। আর সেখানে শুটিংয়ে অংশ নেয়ার পর থেকে এই নায়িকাকে এক নজর দেখার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষের ঢল নামে। তাই অনেক কষ্টে ৫ দিন শুটিং করলেও, ৬ দিনের মাথায় মানুষের চাপে বাধ্য হয়ে শুটিং স্থগিত করতে হয়েছে। যদিও ১০ই অক্টোবর পর্যন্ত এ চলচ্চিত্রের শুটিং হওয়ার কথা ছিল। অপু বিশ্বাস বলেন, এত মানুষ ভিড় করতো যে, নিঃশ্বাস নিতে পারছিলাম না। পুলিশ, ভলন্টিয়াররাও সেই ভিড় ঠেকাতে পারেনি। কাজে ব্যাঘাত ঘটছিল। তাই বাধ্য হয়েই পরিচালক শুটিং বাতিল করেছেন। ‘প্রেম প্রীতির বন্ধন’- সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে আছেন জয় চৌধুরী। ছবিটির পরিচালনা করছেন সোলায়মান আলী লেবু। অপু বিশ্বাস আরও জানান, পাবনায় যেহেতু শুটিং বাতিল হয়েছে। তাই এই লোকেশনের বদলে অন্য একটি লোকশেনও ইতোমধ্যে ঠিক করা হয়েছে। যে দৃশ্যধারণ পাবনায় হওয়ার কথা ছিল সেটি এখন চট্টগ্রামে হবে। এটি খুব সুন্দর গল্পের একটি ছবি। আশা করছি ভালোভাবে ছবির শুটিং শেষ করতে পারবো।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!