ভক্তদের বিনোদিত করতে নতুন প্ল্যাটফর্ম বেছে নিলেন ঋতুপর্ণা

বিনোদন: ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। করোনা সংকটের কারণে চলচ্চিত্র, নাটক-টেলিফিল্ম সবকিছুর শুটিং বন্ধ রয়েছে। ঘরবন্দি মানুষকে বিনোদিত করার জন্য নতুন প্ল্যাটফর্ম বেছে নিলেন ঋতুপর্ণা। ভক্তদের জন্য নিজের নামে ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি।

এই চ্যানেলে কেবল বিনোদনই নয়, লাইফস্টাইল, সাম্প্রতিক ইস্যু নিয়ে কথা বলবেন এ অভিনেত্রী। ইতোমধ্যে নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করে তা আপলোড করেছেন ঋতুপর্ণা। অনুরাগীদের সঙ্গে নিজের সময় ভাগ করে নিতেই তার এই প্রয়াস। নাচ, গান, শর্ট ফিল্ম, আবৃত্তি সবকিছুই থাকবে এই চ্যানেলে।

প্রত্যেকের কাছে নতুন নতুন আইডিয়ারও আবদার করেছেন এ অভিনেত্রী। শুধু বাংলা নয়, হিন্দি ও ইংরেজি কনটেন্টও থাকবে এ চ্যানেলে। পাশাপাশি নতুন প্রতিভাবানদের জায়গা করে দেবেন বলেও জানিয়েছেন তিনি।

ঋতুপর্ণা এখন পরিবার নিয়ে সিঙ্গাপুরে রয়েছেন। সেখান থেকে যাবতীয় কাজ করছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!