ভাইরাল মিশেল-বারাক ওবামা জুটির ছবি
আর্ন্তজাতিক: স্ত্রী মিশেল ওবামার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বারাক ওবামার পোস্ট করা এ জুটির নব্বইয়ের দশকের একটি ছবি ইন্টারনেটে ৫০ লাখের বেশি ‘লাইক’ পেয়েছে।
বৃহস্পতিবার স্ত্রীর ৫৫তম জন্মদিনে টুইটারে ওই ছবিটি পোস্ট করে বারাক ওবামা লেখেন, “জানি এটা অনেক আগের এবং আমি আজও নিশ্চিতৃতুমি অসাধারণ একজন। মিশেল ওবামা, শুভ জন্মদিন।”সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামেই ছবিটি ৪৬ লাখের বেশি ‘লাইক’ পেয়েছে। এ ছাড়া টুইটারে আরও প্রায় ১২ লাখের মত ‘লাইক’ পড়েছে।
হাজার হাজার মানুষ এই ছবিতে ‘কমেন্ট’ করেছেন।
স্বামীকে ধন্যবাদ জানিয়ে মিশেল ওবামা লেখেন, “জন্মদিনে ভালোবাসা জানানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদৃআমি আগের মত সবটুকু দিয়ে তোমাকে ভালোবাসি।”স্কাই নিউজ জানায়, ওবামা জুটির ওই ছবিটি খুব সম্ভবত ১৯৯১ সালে কেনিয়ার মোমবাসা নগরীতে তোলা। ওই বছরই এই জুটি আংটি বদল করেন।
গত বছরও মিশেলের জন্মদিনে একটি ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তুলেছিলেন ওবামা।
গত ডিসেম্বরে ‘গ্যালপ’ জরিপে যুক্তরাষ্ট্রের সবচেয় প্রশংসিত নারী নির্বাচিত হন মিশেল ওবামা।