ভাঙ্গুড়ায় আনন্দ শোভাযাত্রা
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনা জেলার ভাঙ্গুড়া মডেল ইউনিয়ন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ সরকারিকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেনকে অভিনন্দন জানিয়ে বুধবার দুপুরে অত্র কলেজের শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীরা এক বিশাল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রাটি কলেজ চত্বর থেকে শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রায় প্রধানমন্ত্রী,শিক্ষামন্ত্রী ও স্থানীয় সংসদকে অভিনন্দন জানিয়ে শ্লোগান দেওয়া হয়।
এসময় অত্র কলেজের সাবেক প্রাক্তন অধ্যক্ষ জনাব মোঃ জাইদুর রহমান,ভাঙ্গুড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক গিয়াস উদ্দিন,ভাঙ্গুড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিকাশ চন্দসহ প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে কলেজ মাঠে সমাবেশে বক্তব্য কালে তারা জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর শহীদ পরিবারের সদস্যদের আত্নার মাগফেরাত ও প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।