ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : শান্তি,শৃংখলা,উন্নয়ন ও নিরাপত্তায় আনসার-ভিডিপি এই প্রতিপাদ্য নিয়ে পাবনার ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপি সমাবেশ হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা বীর মুক্তিযোদ্ধা এম হোসেন আলী অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমানের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভাল কাজের জন্য সমাবেশে কয়েকজন আসনার ভিডিপি সদস্যকে পুরুস্কৃত করা হয়। এতে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর-মুজাহিদ স্বপন,ভাইস চেয়ারম্যান জাফর ইকবাল হিরোক,মহিলা ভাইস চেয়ারম্যান জোস্ন পারভীন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা, উপজেলা নির্বাচন অফিসার প্রদীপ কুমার রায়, আনসার-ভিডিপি কর্মকর্তা নূরুল কবির সি এ ও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক গিয়াস উদ্দিন প্রমূখ।
সমাবেশে এলাকার মাদক, বাল্য বিয়ে এবং অন্যান্য সামাজিক অপরাধ রোধসহ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার-ভিডিপিদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ।
সমাবেশে উপজেলার কয়েক শত নারী ও পুরুষ আনসার-ভিডিপি সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠাটি আনসার-ভিডিপির গণসংযোগ কর্মকর্তা আক্তারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।