ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
রোববার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বেলুন ফেস্টুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিরোধ কমিটির সভাপতি ও সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী অনার্স কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুজ্জামান।
দিবসের অন্যান্য কর্মসূচীর মধ্যে মানববন্ধন,গণস্বাক্ষর সংগ্রহ ও শিক্ষার্থী সমাবেশের আয়োজন করা হয়। পরে উপজেলা পরিষদের হল রুমে অধ্যক্ষ শহিদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুব-উল-আলম, সদস্য প্রধান শিক্ষক (অবঃ) মোঃ জাইদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাৎ জাহান,সমাজ সেবা কর্মকর্তা জাহিদুল ইসলাম।
এছাড়াও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, সততা সংঘ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, গন্যমান্য ব্যক্তিবর্গ, রোভার স্কাউট ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।