ভাঙ্গুড়ায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা: পাবনার ভাঙ্গুড়ায় ফরিদুল ইসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ী কে ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে থানা পুলিশ।

আটককৃত ফরিদুল উপজেলার রামনগর পূর্বপাড়া গ্রামের আব্দুল আজিজ খানের ছেলে।

ভাঙ্গুড়া থানার অফিসার ওসি তদন্ত আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুর রহমান ও এএসআই সাজেদুল ইসলাম সাজু’র নেত্বতে সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ময়দানদীঘি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

এসময় তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে এবং বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!