ভাঙ্গুড়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাইদুলের মোটরসাইকেল শোভাযাত্রা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভাঙ্গুড়ায় সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাইদুল ইসলামের সমর্থনে ব্যবসায়ী সমিতি এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের উদ্যোগে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন।

মঙ্গলবার বিকেলে পৌর সদরের শরৎনগর বাজার থেকে প্রায় দুইশতাধিক মোটরসাইকেল শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করে। শোভাযাত্রা কালে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ ফজলার রহমান,উপদেষ্টা আলহাজ্ব কোবাদ হোসেন,সদস্য ও সাবেক মেয়র ওসমান গণি,নুরুল ইসলাম,প্রভাষক শামীমউজ্জামান,রোস্তম আলী,সদর ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান,ব্যবসায়ী শহিদ মন্ডল,আলহাজ্ব আমির হোসেন,আলহাজ্ব মজিবর রহমান,আমিনুল ইসলাম সাবান,রফিকুল ইসলাম,আরিফুল ইসলাম,হাবিবুর রহমান বাবু ও বিআরডিপির চেয়ারম্যান ইব্রাহিম হোসেন প্রমুখ। এছাড়াও উপজেলা ও পৌর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী এই শোভাযাত্রায় অংশ নেয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!