ভাঙ্গুড়ায় উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে মঙ্গলবার ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান ও পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল। এ উপলক্ষে ভাঙ্গুড়া মডেল ও শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় নানা রঙের বেলুন ফেস্টুন দিয়ে সুসজ্জিত করা হয়।
এসব স্কুলে অতিথিবৃন্দ আনুষ্ঠানিক ভাবে বই বিতরণ শুরু করেন। এর আগে ছাত্র-ছাত্রীদের বাল্যবিবাহকে না বলার শপথ বাক্য পাঠ করান ইউএনও। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যথাক্রমে গোলাম হাসনাইন রাসেল ও আলহাজ মোঃ কোবাদ হোসেন খান।
এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাছুদুর রহমান, শিক্ষা অফিসার খ.ম জাহাঙ্গীর হোসেন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার সেলিম রেজা,আওয়ামীলীগের সিঃ সহসভাপতি জাকির হোসেন ছবি,সাধারন সম্পাদক আব্দুর রহমান,যুগাœ সম্পাদক রমজান আলী,পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক রানা,প্রধান শিক্ষক হাবিবা খন্দকার ও মোফাজ্জল হোসেন প্রমুখ।