ভাঙ্গুড়ায় খাস জমি দখলের চেষ্টা, বাঁধা দেয়ায় পিটিয়ে জখম
ভাঙ্গুড়া (পাবনা)প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় সরকারি খাস জমি জবর দখলের চেষ্টা কালে বাঁধা দেয়ায় কোরবান আলী (৪৫) নামে এক জনকে পিটিয়ে জখম করেছে। শুক্রবার উপজেলার পার-ভাঙ্গুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত কোরবান আলী উপজেলার পার-ভাঙ্গুড়া দঙ্গিণপাড়া গ্রামের আঃ মান্নানের ছেলে।
এ ঘটনায় ওইদিন রাতেই কোরবান আলী বাদি হয়ে ভাঙ্গুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
আহত কোরবান আলী ও স্থানীয়রা জানান,একই গ্রামের গোলাম মোস্তফা ও তার দুই ছেলে মাসুদ রানা,সুরুজ আলীসহ একদল সন্ত্রাসী বাহিনী নিয়ে কোরবান আলীর জমির আগতে সরকারি খাস জমিটি জবর দখলের চেষ্টা করে। খবর পেয়ে কোরবান আলী ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দেয়।
এসময় ঐ সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাথারী কিল,ঘুশি ও লাথি মারতে মারতে মাটিতে ফেলে দেয়। নির্যাতনের একপর্যায় কোরবান জ্ঞান হারিয়ে ফেলে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বিষয়টি নিয়ে এলাকায় নানা সমালোচনার ঝড় বইছে।
এ ব্যাপারে মুঠোফোনে একাধিক বার চেষ্টা করা হলে গোলাম মোস্তফার বক্ত্য নেওয়া সম্ভাব হয়নি।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ রানা বলেন,অভিযোগ পেয়েছি,বিষয়টি তদন্তপূর্বক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।