ভাঙ্গুড়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
পিপ (পাবনা) : পাবনার ভাঙ্গুড়ায় জুঁই খাতুন (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার উত্তর মেন্দা গ্রামে তার বাবার বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। জুঁই ঐ গ্রামের জিয়ারুল ইসলাম জিয়ার মেয়ে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত এক বছর পূর্বে ঐ গ্রামের জিয়ার মেয়ে জুঁই খাতুনের সঙ্গে একই উপজেলার নুর-নগর গ্রামের আজাহার আলীর ছেলে আব্দুল আলীমের বিয়ে হয়। বিয়ের সাত মাসের মাথায় তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর জুঁই তার বাবার বাড়িতে থাকত এবং সে তার খেয়াল খুশি মতো চলত।
গত এক সপ্তাহ পূর্বে জুই বাবার বাড়ি থেকে তার ফুফার বাড়ি চলে যায়। সোমবার সকালে বাবার বাড়ি ফিরে আসে জুই। সকাল সাড়ে ১১টায় জুঁইর দাদি মাজেদা বেগম বাড়িতে একটি পরিত্যক্ত ঘরে ঝুলনÍ লাশ দেখতে পেয়ে চিৎকার দেয়। পরে পবিবারের লোকজন এসে জুঁইর ঝুলন্ত লাশ উদ্ধার করে।
ভাঙ্গুড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ রানা বলেন, নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা জিয়ারুল ইসলাম বাদী হয়ে একটি ইউডি মামলা দায়ের করেছে।