ভাঙ্গুড়ায় গৃহ ও ছাগল হস্তান্তর
ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা: আশ্রয়ণ-২ প্রকপ্লের অধীন “যার জমি আছে ঘর নাই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ” এর আওতায় গত সোমবার পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নির্মিত ঘরসমূহ হস্তান্তর ও ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ নূর-উর-রহমান। তিনি দু’জন ভিক্ষুকের হাতে দুটি ছাগল তুলে দেন এবং চড়-ভাঙ্গুড়া গ্রামের শামীম আহমেদের নিকট একটি নতুন গৃহ হস্তান্তর করেন। এ সময় জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন ও উপজেলা চেয়ারম্যান নুর মুজাহিদ স্বপন উপস্থিত ছিলেন।
ইউএনও মোঃ মাছুদুর রহমান, জানান ঐ প্রকল্পের আওতায় ভাঙ্গুড়া উপজেলায় ৯০টি গৃহ নির্মাণ হচ্ছে। এ পর্যন্ত ৪০টি গৃহের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আর প্রতিটি বাড়ির পেছনে ব্যয় হচ্ছে এক লাখ টাকা। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনার মতবিনিময় করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাবনার জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রুহুল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মুজাহিদ স্বপন, ভাইস চেয়ারম্যান জাফর ইকবাল হিরোক, মহিলা ভাইস চেয়ারম্যান জোস্না পারভীন, থানার অফিসার ইনচার্জ শেখ শাহীন কামাল,প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক গিয়াস উদ্দিন প্রমূখ।